Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন দরিদ্র

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনের মধ্যে একজন দরিদ্র। মোট জনসংখ্যার শতকরা ১৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর পরিমাণ সাড়ে ৪ কোটিরও বেশি। এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ক্রিস্টিন লাগার্দে এসব তথ্য প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার তিনি জানান, বিশাল পরিমাণে জনগণের দারিদ্র্যসীমার নিচে বসবাস করা নির্দেশ করে যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনীতির জন্য অশনি সংকেত এটি। গত এক বছরে ২৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থনৈতিক মন্দা সামাল দিয়ে দেশটির অর্থনীতি নিজ অবস্থানকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন বেকারের পরিমাণ ৪ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। চলতি বছরের অর্থনীতিকে যুক্তরাষ্ট্রের জন্য শুভকর বলে মনে করে না আইএমএফ। এ বছর তাদের অর্থনীতির মান নিচুর দিকে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সংগঠনটি। চলতি বছর মার্কিন প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ২। যেটি ২০১৫ সালে ছিল ২ দশমিক ৪। যুক্তরাষ্ট্রে দারিদ্র্য মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্রের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে জনগণের মজুরি বৃদ্ধি করার পরামর্শ দেন ক্রিস্টিন। তিনি বলেন, ধনী দেশের মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা নারীদের মাতৃত্বকালীন ছুটি দেয় না। যুক্তরাষ্ট্রকে করপোরেট করের হার কমানোরও পরামর্শ দেওয়া হয় আইএমএফের পক্ষ থেকে। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন দরিদ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ