Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে আইএস মোকাবেলায় আরো সেনা ও সমরশক্তি দরকার জোট বাহিনীর

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ইরাকের স্থানীয় পর্যায়ের বাহিনীগুলো সহায়তার জন্য আরো কোয়ালিশন সেনার দরকার হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে এসব সৈন্যরা ইরাকী সৈন্যদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তবে আলোচনায় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে সামরিক কর্মকর্তারা জানান। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জেনারেল ডগ চালমার্স বলেছেন, ইরাক পরিস্থিতি নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে সেখানের বর্ধিত সেনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জোট বাহিনীর জেনারেলরা আইএস মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে বর্ধিত সেনা এবং সামরিক সরঞ্জাম চাওয়ার কথা ভাবছেন বলে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। কার্যত আইএসের বিরুদ্ধে বিজয়লাভের জন্য আরো সামরিক সামর্থ্য প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে জেনারেল চালমার্স তার বক্তব্যে সুনির্দিষ্টিভাবে সেনা চাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও তিনি বলেন, বর্ধিত সামর্থ্য বা সহায়তা বলতে বর্ধিত সামরিক সরঞ্জামসহ অন্যান্যা সহায়তা, শত্রুর অবস্থান তল্লাশির সরঞ্জাম এবং বিমান সহায়তাও হতে পারে। আইএসের বিরুদ্ধে বিজয় অর্জনে ঠিক কী পরিমাণ বর্ধিত সেনা দরকার হতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কয়েক হাজারের বেশি নয় এতোটুকু কেবল বলা যায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে আইএস মোকাবেলায় আরো সেনা ও সমরশক্তি দরকার জোট বাহিনীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ