Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগকারী মডেলকে জরিমানা

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির এক পেশাদার মডেল ধর্ষণের অভিযোগ করায় আদালত উল্টো তাকে ২৭ হাজার ডলার তথা ২১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জিনা লিসা লোহফিঙ্ক নামের ২৯ বছরের ওই মডেল ২০১২ সালে অভিযোগ করেছিলেন, পারদিস এফ ও সেবাস্তিয়ান সি নামে দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং ওই সময় এই দৃশ্য তারা ভিডিওতে ধারণ করে। পরে তারা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আদালত ভিডিওচিত্র বিশ্লেষণ করে রায়ে বলেছে, ওই সময় জিনা লিসা যৌনতার বিষয়ে কোনো আপত্তি জানাননি। কিন্তু তিনি ভিডিও ধারণ করতে নিষেধ করেছিলেন।   ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের অভিযোগকারী মডেলকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ