বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী সমাজ বিনির্মাণে সকল ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে। গতকাল বাদ যোহর লক্ষ্মীপুর ওয়েলকাম কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, আমরা জানি প্রধানমন্ত্রী প্রায় সময়ই বলে থাকেন আমি মুসলমান, ধর্মের ওপর আঘাত করলে আমারও গাঁয়ে লাগে। কাজেই ধর্ম ও ইসলাম নিয়ে কটুক্তি করলে ছাড় দেয়া হবে না। অপরদিকে নাস্তিক্যবাদ ও ধর্মহীন সিলেবাস দ্বারা মুসলমানিত্ব ধ্বংস করে দিচ্ছে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেই। ওলামায়ে কেরাম মাঠে নামলে নাস্তিক-মুরতাদ ও ধর্মদ্রোহীরা এক মুহূর্তও টিকে থাকতে পারবে না।
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব খুলনা), আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর), মুফতি মুহাম্মাদ ইদ্রিস কাসেমী, চকবাজার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মাদ মুস্তাকুন্নবী, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মাদ মামুনুর রশীদ, জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আলী, জামিয়া ওসমানীয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি মুহাম্মাদ আছেম, ইশা আতুল উলুম লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আমীন কাসেমী, মাওলানা হারুনুর রশীদ, জামিয়া আজিজিয়া লামচরি মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, খেড়িহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা সানাউল্লাহ হাবিবি, রায়পুর লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মোহাম্মদ নুরুল্লা, মনগর ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিন টুমচরী প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।