Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বদলি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৮:২৩ পিএম

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১১ জন ও ১১ জন অতিরিক্ত ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
১১জন ডিআইজি হলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে সিআইডি, পুলিশ অধিদফতরের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাসুদুর রহমানকে এসবি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নিশারুল আরিফকে এসপিবিএন ঢাকা, পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে ডিআইজি পুলিশ অধিদফতর, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সালেহ মোহাম্মদ তানভীরকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, ডিএমপির যুগ্ম কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল কুদ্দুছ আমিনকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হারুন-অর-রশীদকে ডিআইজি হাইওয়ে পুলিশ, ডিএমপির যুগ্ম কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ নাজমুল আলমকে ডিআইজি সিআইডি, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু ফয়েজকে এসবিতে বদলি করা হয়েছে।
অন্যদিকে ১১ জন অতিরিক্ত ডিআইজিকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামকে সিআইডি, স্ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সরওয়ারকে এসবি, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মঈনুল হককে যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোজাহিদুল ইসলামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির ডিসি ইলিয়াস শরিফকে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি, সিএমপির ডিসি শ্যামল কুমার নাথকে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনাকে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, ডিএমপির ডিসি জাকির হোসেনকে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেনকে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদফতর এবং ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি হিসেবে বদলি করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বদলি

১৬ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
২৮ এপ্রিল, ২০২২
৯ ফেব্রুয়ারি, ২০২১
২৫ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ