Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাওয়াদের চোখে এই প্রত্যাবর্তনই ‘অভিষেক’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পাকিস্তানি ক্রিকেটার ফাওয়াদ আলম দীর্ঘ দশ বছর পর ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে। চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৬ জনের একজন এই বাঁহাতি ব্যাটসম্যান। এক দশক পর দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। গতকাল করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাবর্তনকে তুলনা করছেন ‘অভিষেক’ ম্যাচ হিসেবে।
রাওয়ালপিন্ডি ও করাচিতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে মনে করলেন নিজের অভিষেক ম্যাচের কথা। কাকতালীয়ভাবে সেটাও ছিল তাদেরই বিপক্ষে। স্বরণীয় করে রাখতে চান এই অভিষেক ম্যাচ, ‘অভিষেকে যেভাবে পারফর্ম করেছিলাম, সেভাবেই পারর্ফম করতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে।’

দীর্ঘ দশ বছর ফাওয়াদের জন্য ছিল খুবই কঠিন সময়। পরিবারের সমর্থনের কারনেই একদূর আসতে পেরেছেন বলের জানান তিনি, ‘দশ বছর একটি বড় সময়। এ সময় অনুপ্রাণিত থাকা খুবই কঠিন। তবুও সম্ভব হয়েছে পরিবারের সমর্থনের জন্য। আমার পরিবার সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। আজ সুযোগ আমার সামনে এসে ধরা দিয়েছে।’

এত দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও কখনো ক্রিকেট ছেড়ে দেয়ার কথা ভাবেননি ফাওয়াদ। ক্রিকেটই তার আহার জোগায় বলে জানিয়েছেন এই তারকা, ‘কখনও কখনও খুবই সংঙ্কীর্ণ মনে হত, কেন নাম আসছে না। কিন্তু কখনোই ক্রিকেট ছেড়ে দেয়ার পরিকল্পনা করিনি। কারণ ক্রিকেট আমার রুটি-রুজি। আমার পরিবার এর উপর নির্ভরশীল।’

বর্তমানে ফাওয়াদের সম্পূর্ণ ফোকাস আসন্ন টেস্টেই, ‘আমার সম্পূর্ণ মনযোগ এখন আসন্ন টেস্টকে কেন্দ্র করে আবর্তীত। নিজের সর্বোচ্চ উজাড় করে দেয়ার চেষ্টা করব, যা আমি জানি। দীর্ঘদিন পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরছে তাতেও খুশি। ’ উল্লেখ্য, রাওয়ালপিন্ডিকে ডিসেম্বর ১১ তারিখে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই মাসের ১৯ তারিখে করাচিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘অভিষেক’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ