নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস ভারোত্তোলনে দুই স্বর্ণ জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ফেন্সিং দিল আরেকটি সুখবর। শনিবার কাঠমান্ডুর কীর্তিপুরে গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে আলো ছড়িয়েছেন লাল-সবুজের ফাতেমা মুজিব। তিনি ফেন্সিংয়ের সাবের এককে স্বর্ণ জিতে ইতিহাসের অংশ হন। এই প্রথম এসএ গেমসে ফেন্সিং অন্তর্ভুক্ত করা হয়। আর প্রথম অংশগ্রহণেই বাজিমাত করেন ফাতেমা। সোনা জিতে তিনি বলেন,‘ফেন্সিং রাজকীয় খেলা হলেও আমাদের দেশে এর জনপ্রিয়তা নেই। অনেকেই জানেন না এই খেলাটি কিভাবে খেলতে হয়। এটা ফ্রান্সের খেলা। ২০০৭ সাল থেকে বাংলাদেশে শুরু হয় খেলাটি। ২০১৩ সালে আমার ভাইয়ের মাধ্যমে এই খেলায় আসি আমি। দেশে জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪টা সোনা জিতলেও আন্তর্জাতিক আসরে এটাই আমার প্রথম স্বর্ণ জয়। পরেখুব ভালো লাগছে দেশকে স্বর্ণ উপহার দিতে পেরে। আমার আত্মবিশ^াস ভালো ছিল। এখানকার আবহাওয়া খুব একটা অনুকুলে না থাকলেও আমার বিশ্বাস ছিল পারবো।
আজ আমি প্রথমে লিগে খেলি। শ্রীলঙ্কা, ভারতরক হারানোর পর নেপালকে হারিয়েছি। আমি দারুণ খুশি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।