Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৩ পিএম

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় তিনি টাঙ্গাইলে সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি মওলানা ভাসানী স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মওলানা ভাসানী উত্তর কোরিয়াকে সমর্থন জানিয়েছিলেন। একারণেই উত্তর কোরিয়া সবসময় মওলনা ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল।

এ সময় ঢাকাস্থ উত্তর কোরিয়া দুতাবাসের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রদ্ধা নিবেদন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ