Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শহীদ মিনারে ব্যারিস্টার মওদুদের কফিন : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১০:২০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

সেখানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রথিতযশা এই রাজনীতিকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এরপর সেখান থেকে লাশ নেওয়া হাইকোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়। হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ নেওয়া হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দলের নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

দলীয় কার্যালয় থেকে তার লাশ হেলিকপ্টারে করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নেওয়া হবে। দুপুর দেড়টায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে এবং সাড়ে ৫টায় মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর, কোম্পানীগঞ্জ) সামনে জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে ব্যারিস্টার মওদুদকে দাফন করা হবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রদ্ধা নিবেদন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ