পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢেউয়ের তোড়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়া ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে দেশটির নৌবাহিনী। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাতে কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, এসব জেলে ট্রলার নিয়ে গত বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিন এলাকায় সাগরে মাছ শিকার করছিলেন। এ সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা ঢেউয়ের তোড়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এরপর ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনীর সদস্যরা। তিনি আরও বলেন, বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের পক্ষ থেকে মিয়ানমারের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার রাতে আটক এসব বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।