Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধৈর্য্য ও ত্যাগের মাধ্যমে ইসলাম কায়েম করতে হবে শাহ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম


কসরে হাদী খানকা শরীফের পীর ও খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী বলেছেন, মুসলমানদের এখন ধৈর্য্য ও ত্যাগের মাধ্যমে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন করতে হবে। কেননা এখন তাবৎ বাতিল শক্তি ইসলাম ধ্বংসে লিপ্ত রয়েছে। বাতিল শক্তি ভাবছে ইসলাম কায়েম হলে তাদের ঘুষ-দুর্নীতি-লুটপাটের রাজনীতি চলবে না। দেশে দেশে বাতিল শক্তি অন্য দেশ দখল, বিশেষ করে মুসলিম রাষ্ট্র ও সম্পদ লুণ্ঠনে লিপ্ত হয়ে পড়েছে। মুসলিম দেশে তাদের এজেন্টেরা তাদের হয়ে লুটপাটের অর্থ তাদের দেশেই পাচার করছে। লুটের ছিটে ফোটা ভাগ দিয়ে বিরোধী শক্তিকে বিশেষ করে ইসলামিক শক্তিকে বশে আনার প্রচেষ্টা চালাচ্ছে। আর মুসলিম দেশের রাজনীতিবিদরা তাদের ফাঁদে পা দিয়ে চলছে। মনে রাখতে হবে, যারা ইসলামের বিধান লংঘন করে হারাম উপার্জনে লিপ্ত হবে তাদের ইহকাল ও পরকাল উভয়ই বরবাদ হয়ে যাবে। তাদের দ্বারা কখনও ইসলাম কায়েম সম্ভব হবে না।

মুসলিম রাজনীতিবিদের এখন দরকার হযরত ইমাম হাসান (রা.), ইমাম হুসাইন (রা.), টিপু সুলতান, সৈয়দ আহম্মদ বেরলোভি (রহ.)-এর মতো সর্বস্ব বিলিয়ে দিয়ে ইসলামের জন্য কাজ করা বা জিহাদ করা। আল্লাহর সাহায্যে বিজয় একদিন হবেই। তা হয়তো ইমাম মেহেদীর নেতৃত্বে হবে বা তার আগেও হতে পারে। গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ কসরে হাদী খানকা শরীফে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় কসরে হাদী খানকা শরীফের শতাধিক ভক্ত ও আলেম ওলামা অংশ গ্রহন করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ