Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী : বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বলেছেন যে, পাকিস্তান সেনাবাহিনী একটা সুপ্রশিক্ষিত বাহিনী এবং দেশের প্রতি হুমকি সৃষ্টিকারী যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত আছে। বাহাওয়ালপুরের কাছে শীতকালীন যৌথ প্রশিক্ষণের সময় স্ট্রাইক কর্পস সফরের সময় এ মন্তব্য করেন জেনারেল বাজওয়া। সেখানে তিনি ‘ট্রান্সফ্রন্টিয়ার অফেনসিভ অপারেশান্স’ মহড়া প্রত্যক্ত করেন। সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধান সেখানে বলেছেন, “যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাইক কর্পস সুনির্দিষ্ট ভ‚মিকা রাখে। তাদের যুদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের জন্য এ ধরণের মহড়া আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে”। “পাকিস্তান সেনাবাহিনীর সেনা থেকে নিয়ে জেনারেল পর্যন্ত সবাই সুপ্রশিক্ষিত এবং যুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা সংহত একটি বাহিনী এটা এবং পাকিস্তানের প্রতিরক্ষা ও সুরক্ষার জন্য যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই বাহিনী প্রস্তুত রয়েছে”। সেনাপ্রধান মহড়ার উচ্চ স্ট্যান্ডার্ডের প্রশংসা করেন এবং বিমান বাহিনীর অংশগ্রহণকারী সেনাসহ মহড়ায় অংশগ্রহণকারীদের সাধুবাদ জানান। বিশেষ করে এই মহড়ায় অংশগ্রহণকারী রয়্যাল সউদী ল্যান্ড ফোর্সেসের (আরএসএলএফ) কনটিনজেন্টেরও তিনি প্রশংসা করেন। এসএএম।



 

Show all comments
  • ash ৭ ডিসেম্বর, ২০১৯, ৫:৩০ এএম says : 0
    ARMY CHIFFF SHOULD BE LIKE THAT !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ