বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহদীপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় জনি ইসলাম (২৬) নামে এক ওয়্যারিং মিস্ত্রি নিহত হয়েছে। সে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিপুর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ও জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সদস্য। পুলিশ জানায়, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে জনি ছত্রাজিতপুর থেকে মটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি মাহিন্দ্রা মটরসাইকেলকে ধাক্কা দিলে জনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ছত্রাজিপুর ইউনিয়নের চন্ডিপুরের আয়েশ উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ দুঘর্টনার পর ঘটনাস্থলের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।