Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে সমাজে বৈষম্য ও গরিব মানুষের সংখ্যা বাড়ছে সভায় জিএম কাদের

আজ জাপার ‘সংবিধান সংরক্ষণ দিবস’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দেশে উন্নয়নের সঙ্গে সমাজে বৈষম্য এবং গরিব মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না। বরং গরিব মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই বাড়ছে সমাজে বৈষম্য। এটা সামাজিক ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়। সমাজে বৈষম্য আছে বলেই সমাজে খুব বেশি গরিব আর বেশি ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোন সুষ্ঠু সমাজের লক্ষণ নয়। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজকে যারা গরিব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, হকার্স পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- রাজু আহমেদ রিপন, রাবেয়া আক্তার বকুল, মুকুল আমিন, হুমায়ুন কবির, কামাল শেঠ, সাজেদুল হক লিটন।

সংবিধান সংরক্ষণ দিবস : ১৯৯০ সালে গণআন্দোলনের মুখে এরশাদের ক্ষমতা হস্তান্তরকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ বলে থাকে জাতীয় পার্টি। কয়েক বছর ধরে দিবসটি দলটি পালনর করে। এ উপলক্ষে আজ শুক্রবার পার্টি বনানী অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি থাকবেন জিএম কাদের এমপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিএম কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ