পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। বৈঠকের কিছুক্ষণ পরে সাংবাদিকদের এরদোগান বলেন, বৈঠক ভালো হয়েছে। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক। প্রতিবেদনে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া দুইদিনের ন্যাটো সম্মেলনে যোগদানের জন্য আসা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যানজেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন। নেতাদের সঙ্গে উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্কের সীমান্তর নিরাপদ, শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফেরানো এবং সিরিয়ার ভূখ-তা অখ- রাখতে ৯ অক্টোবর উত্তর সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন পিস স্প্রিং শুরু করে। মঙ্গলবার বিকালে এরদোগান লন্ডনে পৌঁছলে তাকে আলাদাভাবে প্রথমে রাণী এলিজাবেথ ও পরে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে বরিস জনসন অভ্যর্থনা জানান। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।