Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ুদূষণ মারাত্মক হুমকি : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘ। স্পেনের মাদ্রিদে আবহাওয়া বিষয়ক ২৫তম সম্মেলনে বায়ুদূষণকে বিশ্ব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করা হয়। এদিকে জার্মান ওয়াচের প্রকাশিত বৈশ্বিক আবহাওয়া ঝুঁকি সূচক বলছে, বিরূপ আবহাওয়ার কারণে গত এক দশকে প্রায় পাঁচ লাখ মানুষ মারা গেছেন। মাদ্রিদে চলমান আবহাওয়া সম্মেলনের ফাঁকে এভাবেই বিশ্বের অন্যতম দূষিত শহর লন্ডন, বেইজিং, সাও পাওলো, নয়াদিল্লির বায়ুদূষণকে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলা হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনেও বায়ুদূষণকে দায়ী করা হয়। এতে বলে হয়, আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত দূষণের কারণে মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে। বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে বন্যা, দাবানল, খরাকে অন্যতম চ্যালেঞ্জ আখ্যা দিয়ে বৈশ্বিক উষ্ণায়ণের সঙ্গে এগুলো সরাসরি সম্পর্কিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে আবহাওয়াজনিত বিভিন্ন কারণে গত এক দশকে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবেশ বিষয়ক সংগঠন জার্মান ওয়াচ। সংগঠনটির প্রকাশিত বার্ষিক আবহাওয়া ঝুঁকি সূচকে বলা হয়, শুধু দরিদ্র দেশেই নয়, ধনী দেশগুলোতেও তীব্র দাবদাহের কারণে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০১৮ সালে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিল্পোন্নত দেশ জাপান। ওই বছর দেশটির ৭০ হাজার মানুষ দাবদাহের শিকার হন। মারা যান ১৩৮ জন। জার্মানি ও ভারত রয়েছে তৃতীয় ও পঞ্চম অবস্থানে। দেশগুলো পানি সংকটসহ তীব্র খরার মুখোমুখি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একইদিন সম্মেলনে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা কেন্দ্র জানায়, বিশ্বব্যাপী কার্বন দূষণ এখনো আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। ২০১৯ সালে কার্বন নিঃসরণের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ুদূষণ মারাত্মক হুমকি : জাতিসংঘ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ