বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে আজাদ হোসেন ওরফে গুল আজাদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে একটি শটগান, এক রাউন্ড কার্তুজ ও ৭২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে বুড়িরদোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আজাদ ওই এলাকার ইয়াছিনের ছেলে।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুল আজাদের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরো জানান, গুল আজাদ মাদক ও চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রির সাথে জড়িত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।