মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দ্বিতীয় ছেলে নৌবাহিনীর লেফটেন্যান্ট ইয়োশিথা রাজাপাকসেকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আর্থিক অপরাধ তদন্তবিষয়ক বিভাগ গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে বলে শ্রীলঙ্কান নৌবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন। গ্রেফতারের আগে তাকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইয়োশিথা রাজাপাকসে শ্রীলঙ্কান নৌবাহিনীর সদরদফতরে কর্মরত ছিলেন। তাকে কদুওয়েলা আদালতে হাজির করা হলে আদালত তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দুই সপ্তাহের রিমান্ড মঞ্জুর করে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। ইয়োশিথার মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেল কার্লটন স্পোর্টস নেটওয়ার্কের (সিএসএন) সাথে সম্পর্কিত আর্থিক অনিয়মের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। তিনি ছাড়াও চ্যানেলটির সিইও নিশান্তা রানাতুঙ্গাসহ ওই চ্যানেল সংশ্লিষ্ট আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিশান্তা শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার ছোট ভাই। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।