Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইভোল্টেজ সেমিতে মুখোমুখী রাসেল-আবাহনী

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের জনপ্রিয় আসর ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখী হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। বিটিভি ওয়ার্ল্ড খেলা সরাসরি স¤প্রচার করবে। হাইভোল্টেজ এই সেমিফাইনালের জন্য প্রস্তুত দু’দল। তারা চায় ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিতে। ম্যাচকে সামনে রেখে গতকাল আবাহনী ও শেখ রাসেল নিজেদের মাঠে শেষ মুহূর্তের অনুশীলনে ঘাম ঝরিয়েছে।
আবাহনী শেষবার ২০১০ সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিলো। দীর্ঘ ছয়বছর পর আবার তাদের সামনে ফাইনালে খেলার হাতছানি। অন্যদিকে এক আসর আগে ফাইনালে খেললেও এবার শিরোপায় চোখ শেখ রাসেলের। দু’দলেরই লক্ষ্য এক হওয়ায় ম্যাচটি উপভোগ্য হবে বলে ধারণা ফুটবলবোদ্ধাদের। কাল অনুশীলন শেষে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন,‘আমার ছেলেরা প্রস্তুত শেখ রাসেলকে মোকাবেলা করতে। তারা নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর। যদিও দলে ইনজুরি সমস্যা রয়েছে। তবে আমি মনে করি আমার দল ম্যাচ জেতার ক্ষমতা রাখে। অবশ্য শেখ রাসেল যথেষ্ট শক্তিশালী দল। তাদের প্রতিটি বিভাগেই ভালো খেলোয়াড় আছে। স্বাভাবিকভাবে দু’দলই চেষ্টা করবে জয় পেতে। তবে যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই সফল হবে।’ তিনি আরো বলেন,‘ আমাদের ইংলিশ ফরোয়ার্ড লি টাক ভালো করছেন? সেই তুলনায় স্থানীয়রা খেলতে পারছে না। তবে আশাকরছি সেমিফাইনালে সবাই প্রত্যাশা অনুযায়ীই খেলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইভোল্টেজ সেমিতে মুখোমুখী রাসেল-আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ