নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রীড়াঙ্গনের প্রবাদ পুরুষ, ক্রীড়া লেখক সমিতির আজীবন সন্মাননা পাওয়া রণজিত বিশ্বাস আর নেই। গতকাল চট্টগ্রামের সার্কিট হাউজে আনুমানিক ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই সচিব। একদিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবারে চট্টগ্রামে যান তিনি। আনুষ্ঠানিকতা শেষে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রিয় অতিথিশালা সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছিলেন রণজিত। এসময় বুকে ব্যথা অনুভূত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসম্ভস জীবনী শক্তিতে ভরপুর এই ক্রীড়া লেখককে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ছাত্র জীবন থেকে ক্রীড়া লেখনির সঙ্গে যুক্ত থাকা রণজিতের কর্মজীবন শুরু হয় স্থানীয় দৈনিক জামানা ও দৈনিক স্বাধীনতার হাত ধরে। এরপর তার হাতের কলমে উঠে এসেছে ক্রীড়াঙ্গনের অসংখ্য ভিন্ন চিত্র।
তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষিয়ান এই ক্রীড়া লেখকের মৃত্যুতে শোক জানিয়েছে বিএসপিএ, বিএসজেএ, বিএসজেসি, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, হিন্দু-বৈদ্ধ ঐক্য পরিষদ, প্রবর্তক সংঘসহ অসংখ্য ক্রীড়া সংগঠন ও ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।