Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পকে আহ্বান জানালেন দুই সিনেটর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৩:৫৩ পিএম

তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুজন প্রভাবশালী সিনেটর। রাশিয়া থেকে এস-৪০০’র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে এই আহ্বান জানিয়েছেন তারা। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস ভ্যান হোলেন গতকাল সোমবার এ আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স তাদের এই চিঠি হাতে পেয়েছে।
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ট্রাম্পের প্রতি সোমবার (২ ডিসেম্বর) এ আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে লেখা এক চিঠিতে মার্কিন সিনেটররা বলেছেন, “ধৈর্যের সময় অনেক আগেই পার হয়ে গেছে; এখন আইনি পদক্ষেপ নেয়া জরুরি।” তারা বলছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হলে তা অন্য দেশগুলোর কাছে ভয়াবহ বার্তা দেবে।
চিঠিতে দুই সিনেটর আরো বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা না হলে অন্যরা এই ধারণা করবে যে, কোনরকমের পরিণতি বরণ করা ছাড়াই আমেরিকার বিরোধিতা করা যায়।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০’র ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। এস-ফোর হান্ড্রেড কিনলে তা ন্যাটো জোটের জন্য বিপজ্জনক হয়ে উঠবে বলে যুক্তরাষ্ট্র তুরস্ককে বহুদিন ধরে রুশ অস্ত্র কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এক পর্যায়ে তুরস্ক অনড় অবস্থান গ্রহণ করলে আঙ্কারার কাছে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া, তুরস্ককে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও সরবরাহ করা হবে না বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে তুরস্ক এবং আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। এস-ফোর হান্ড্রেড কিনলে তা ন্যাটো জোটের জন্য বিপজ্জনক হয়ে উঠবে বলে আমেরিকা তুরস্ককে বহুদিন ধরে রুশ অস্ত্র কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এক পর্যায়ে তুরস্ক অনড় অবস্থান গ্রহণ করলে আঙ্কারার কাছে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া, তুরস্ককে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও সরবরাহ করা হবে না বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
সূত্র : পার্স টুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ