বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে মো রিয়াজ (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুইটি এলজি, পাঁচটি কার্টুজ, পাঁচ রাউন্ড গুলি, একটি কিরিজ ও একটি রামদাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খাসেরহাট বাজার সংলগ্ন করিম মাস্টার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজ হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাসেরহাট বাজার সংলগ্ন করিম মাস্টার বাড়ীর সামনে অপরিচিত কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। এসময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রিয়াজ নামের একজনকে আটক করে পেলে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র, গুলিসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে তারা ওই স্থানে অবস্থান নিয়েছিলো। আটককৃত যুবকের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।