Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ৮টি ইটভাটা গু‌ড়ি‌য়ে দিয়েছে প‌রি‌বেশ অধিদপ্তর

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৪ পিএম

গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের বা‌ঘিয়া ও রাজাবাড়ী এলাকায় অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দি‌চ্ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

‌সোমবার দিনব্যা‌পি এ ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রছেন প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মাকছুদুল ইসলাম।

প‌রি‌বেশ অ‌ধিদপ্তর সূ‌ত্রে জানা গে‌ছে, গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কোনাবাড়ী থানাধীন বা‌ঘিয়া ও রাজাবাড়ী এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়। এসময় ৮টি ইটভাটা ভেকু দি‌য়ে‌ ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া হয়। ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া ইটভাটাগু‌লোর ম‌ধ্যে রাজাবাড়ী এলাকায় হিকমত আলীর মা‌লিকানা রূপসা ব্রিকস (আর ‌বি ‌সি)‌, বা‌ঘিয়া ন্যাশনাল ব্রিকস (বি এন‌ বি), বা‌ঘিয়া আইজু‌দ্দিন ব্রিকস-২ (বি এ ‌বি) এবং বা‌ঘিয়া আইজু‌দ্দিন ব্রিকস-২, বন্ধু ব্রিকস (বি এন্ড বি)

সি‌দ্দিক হো‌সে‌নের বা‌ঘিয়া অ‌লি ‌ব্রিকস (বি ও‌ বি), আফ‌ছার উ‌দ্দি‌নদের জিন্নত ব্রিকস-১ (এম‌ জে ‌বি) এবং জিন্নত ব্রিকস-২ (এম ‌জে‌ বি)।

এছাড়া ইটভাটাগু‌লো‌কে ৫লাখ টাকা ক‌রে মোট ৪০ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত প‌রিচালান সময় উপ‌স্থিত ছি‌লেন, গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, গাজীপুর র্্যাব ১এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, প‌রিদর্শক শেখ মোজাহীদ, আব্দুর রাজ্জাক, দিলরুবা আক্তার এবং জিএম‌পি পু‌লিশ, র্যাব ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ