Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাতক্ষীরায় তুরস্কের পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ২:৫৭ পিএম

পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে সাতক্ষীরায় টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
পেঁয়াজগুলো আকারে বড় হলেও খুচরা ও পাইকারি বাজারের থেকে দাম কম হওয়ায় সকাল থেকেই টিসিবির ডিলারের ট্রাক ঘিরে দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পার করার পর পেঁয়াজ কিনতে পারায় সন্তোষ প্রকাশ করছেন অনেক ক্রেতারা। পাশাপাশি খুচরা ও পাইকারি বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অনেকেই।
তবে, সুলতানপুর বড় বাজারে আজো পেঁয়াজের দাম ছিলো প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
সাতক্ষীরা কদমতলা বাজারের টিসিবি ডিলার মেসার্স রাসেল এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী শেখ সিরাজুল ইসলাম জানান, তুরস্ক থেকে আমদানি করা প্রথম চালান থেকে খোলা বাজারে ৪৫ টাকা দরে বিক্রির জন্য তিনি মোট ৩ হাজার কেজি পেঁয়াজ পেয়েছেন। যা প্রতিদিন ১ হাজার কেজি করে বিক্রয়ের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান, এটি দেয়া শেষ হলে দ্বিতীয় দফায় তিনি আবারো খোলা বাজারে বিক্রির জন্য পেঁয়াজ পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ