Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তিউনেশিয়ায় বাস খাদে, নিহত ২৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১১:৪০ এএম

তিউনেশিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি রাস্তায় পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (১ ডিসেম্বর) তিউনেসিয়ার পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
তিউনেশিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকবাহী বাসটি পাহাড়ের খাদে পড়ে যায়। দেশটির স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বরাতে জানানো হয়, পর্যটকবাহী বাসটির মালিকানা একটি বেসরকারি সংস্থার। পাহাড়ের ঢালু উপত্যকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বাসটির বেশ কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে উপর থেকে পড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বাসটির বেশ কিছু ছবি দেখা যায়।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ লাহুয়েন এএফপি'কে দেওয়া এক সাক্ষাতে বলেন, গাড়িটি রাজধানী তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দাহরাম নামক একটি জনপ্রিয় টুরিস্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল।
কীভাবে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে তারা এ ঘটনার তদন্ত করছে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিউনেশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ