Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১১:২৮ এএম

চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন গ্রামবাসী। রোববার সন্ধ্যার দিকে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারডি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নাগপুর পুলিশের এক কর্মকর্তা বলেছেন, পারডি এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন জওহর বৈদ্য নামের এক ব্যক্তি। গ্রামবাসীরা তাকে ধরে মারপিট করার পর রশি দিয়ে হাত বেঁধে নগ্ন করে গ্রামের রাস্তায় তাকে ঘুরিয়েছেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

নাগপুরের একটি কো-অপারেটিভ ব্যাংকের ক্যাশ কালেকশন অ্যাজেন্ট হিসেবে কাজ করেন জওহর বৈদ্য। ওই কর্মকর্তা বলেন, অর্থ সংগ্রহের জন্য প্রত্যেকদিন ওই শিশুটির বাড়িতে যান বৈদ্য। রোববার সন্ধ্যার দিকে তাকে বাড়িতে একা পান এবং তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন তিনি।

এসময় হঠাৎ ওই শিশুটির মা বাড়িতে ফিরে আসেন এবং মেয়েকে যৌন নিপীড়ন করতে দেখে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা এসে ওই ব্যক্তিকে ধরে মারধর করেন।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই বাড়িতে জমায়েত হয়ে জওহর বৈদ্যকে বেধড়ক মারপিট করেন। নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরানোর পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।

ভারতীয় দণ্ডবিধি ও যৌন নিপীড়ন থেকে শিশু সুরক্ষা আইনে পারডি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।


সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের চেষ্টাকারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ