Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রত্যাখ্যান পত্র: শুনানিতে অংশ নিবেন না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৯ এএম

আগামী বুধবার হাউস অব জুডিশিয়ারিতে অভিশংসন তদন্তে পরবর্তী শুনানিতে অংশগ্রহণ করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা তার পক্ষের কোনো আইনজীবী।
রোববার ট্রাম্প দফতর হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবর সিএনএনের।

জেরল্ড ন্যাডলার কাছে লিখিত চিঠিতে বলা হয়েছে, শুনানিতে আমরা এখনও পর্যন্ত সাক্ষীদের নাম জানতে পারিনি, এমনকি বিচার বিভাগীয় কমিটি রাষ্ট্রপতির পক্ষে সমর্থন রাখবে কিনা সেটিও আমাদের কাছে পরিষ্কার নয়।

এমন পরিস্থিতিতে আমরা শুনানিতে অংশ নেয়া কিংবা উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করতে পারছি না। এ পরিস্থিতিতে আমরা শুনানিতে অংশগ্রহণে বাধ্য নই।

তবে ৬ ডিসেম্বর ওই শুনানির শেষ দিনে তারা উপস্থিত থাকার কথা ভেবে দেখবেন বলেও জানান তিনি।

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি অভিশংসন ইস্যুর পরবর্তী ধাপের শুনানিতে আমন্ত্রণ জানায় ট্রাম ও তার আইনজীবীদের।

আর এ আমন্ত্রণও খুব সচেতনভাবে এড়িয়ে গেলেন ট্রাম্প ও তার আইনজীবীরা। শুনানিতে কি হবে সেটিতে হয়তো খুব বেশি মাথা ঘামাচ্ছেন না ট্রাম্প। এমনটিই ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউসের এই প্রত্যাখ্যান পত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ