Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংকে হুঁশিয়ার করলো ওয়াশিংটন

ফিলিপাইন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতির প্রতিবাদ

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কথিত বাড়তি উস্কানিমূলক তৎপরতার জন্য আবারো চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পূর্ব এশিয়ার বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কলিন উইলিট এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ অঞ্চলে চীনের যে কোনো পদক্ষেপের জবাব দেয়ার জন্য ওয়াশিংটনের হাতে অনেক সুযোগ রয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের আগে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। দক্ষিণ চীনের ওপর বেইজিংয়ের দাবি এ রায়ে প্রত্যাখ্যান করা হবে বলে ব্যাপক জল্পনা-কল্পনা করা হচ্ছে। চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এ মামলা করেছে ওই অঞ্চলে মার্কিন মিত্র ফিলিপাইন। যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অভিযোগ করছে যে চীন ওই অঞ্চলকে সামরিকীকরণ করছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক অবস্থান জোরদারের বিরুদ্ধে বারবার কঠোর সমালোচনা করছে বেইজিং। এদিকে, ফিলিপাইন সাগরে মার্কিন দুই বিমানবাহী রণতরী মোতায়েনের কঠোর সমালোচনা করেছে একটি চীনা দৈনিক। মহড়ায় অংশগ্রহণের অজুহাতে দক্ষিণ চীন সাগরের কাছে এ দুই বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চীনা পিপলস ডেইলির নিবন্ধে বলা হয়েছে, চীনের সঙ্গে চালাকি করার জন্য ভুল লক্ষ্যবস্তু বেছে নিয়েছে আমেরিকা। এ ছাড়া এ ধরনের তৎপরতার মধ্য দিয়ে মার্কিন আধিপত্যমূলক মনোভাবের সত্যিকার প্রকাশ ঘটেছে বলেও নিবন্ধে বলা হয়েছে। নিবন্ধটি ভয়েস অব চায়না ছদ্মনামে লেখা হয়েছে। চীনা পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরতে দৈনিকটিতে এ ধরনের লেখা প্রকাশিত হয়। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেইজিংকে হুঁশিয়ার করলো ওয়াশিংটন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ