Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রয়োজনে শরণার্থীদের গুলি করুন : ফ্রাউক

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনে পুলিশের গুলি করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির ডানপন্থি নেতা ফ্রাউক পেটরি। এর আগে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া উচিত না বলে সমালোচিত হয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড প্রাম্প। গত শনিবার জার্মানির অলটারনেটিভ ফুয়ের ডুইচল্যান্ড (এএফডি) দলের প্রধান ফ্রাউক পেটরি স্থানীয় এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, শরণার্থীদের অবৈধ প্রবেশ ঠেকাতে জার্মান পুলিশের গুলি চালান উচিত। তিনি বলেন, যদিও আমি গোলাগুলির পক্ষে নই। তবে আমি মনে করি, দরকার হলে শরণার্থীদের ঠেকাতে পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা উচিত। স্থানীয় ম্যানহিমার মর্গান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ওই নেত্রী আরো বলেছেন, অস্ট্রিয়া থেকে শরণার্থীদের প্রবেশ অবশ্যই বন্ধ করতে হবে। প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা উচিত। কেননা আইন সেটাই বলে। তবে জার্মানির বামপন্থি রাজনৈতিক নেতারা তার এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন স্বয়ং পুলিশ ইউনিয়ন। জার্মানির পুলিশ ইউনিয়ন তার এ মন্তব্যকে মৌলবাদী ও অমানবিক হিসেবে উল্লেখ করে বলেছে, পুলিশ কর্মকর্তাদের কখনোই শরণার্থীদের গুলি করা ঠিক হবে না। তবে বরাবরই শরণার্থীদের পক্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় যুদ্ধ বন্ধ হলেই বেশিরভাগ শরণার্থী ছেড়ে চলে যাবে। গতবছর ১১ লাখের বেশি শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছিল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রয়োজনে শরণার্থীদের গুলি করুন : ফ্রাউক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ