Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝালকাঠিতে ৪৫টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৪:০৬ পিএম

ঝালকাঠিতে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরের পর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, দুটি গাড়িতে তুরস্কের পেঁয়াজ বিক্রির জন্য আনা হয়। খবর পেয়ে ক্রেতারা ভির জমায় সেখানে। জনপ্রতি এক কেজি করে ৪৫টাকায় পেঁয়াজ দেওয়া হচ্ছে ক্রেতাদের। টিসিবির দুইজন ডিলারকে দিয়ে এ পেঁয়াজ বিক্রি করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। ভিরের কারনে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। প্রথম দিনে সুমন স্টোর ও মনোজ স্টোর নামে দুই ডিলারকে চারটন পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হয়েছে। এগুলো বিক্রি শেষ হলে তাদের আবারো নতুন পেঁয়াজ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে অল্প দামে পেঁয়াজ কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই। বর্তমানে ঝালকাঠির বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ