গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন, রাজধানীর বায়ুদূষণ রোধের বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে। জানালেন।
আজ রোববার দুপুরে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৩তম সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় কাদের জানান, ঢাকার দুই সিটিতে গাড়ি পার্কিংয়ের জন্য ৬৪টি জায়গা অনুমোদন দেওয়া হচ্ছে। একইসঙ্গে রাজধানীর যানজট নিরসনের জন্য শহরের ভেতর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানান তিনি।
জলাশয় ভরাট করে কোনও স্থাপনা যাতে তৈরি করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন ওবায়দুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।