Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে এক ছিনতাইকারী আটক

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ২:৪০ পিএম

শ্রীনগরে টাকা ও স্বর্ণালংকারসহ পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। গতকাল রবিবার সকালে শ্রীনগর সদর বাজারের পানপট্রি নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পাইলভোগ নওপাড়া গ্রামের মৃত-আরশাদ আলীর স্ত্রী রাবেয়া বেগম (৭০) নিজ প্রয়োজনে শ্রীনগর বাজারে আসেন। সকাল ৯ টার দিকে তিনি পানপট্রি নামক স্থানে পৌছা মাত্র তিন ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুলসহ টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর সময় জনতা রিংকু সর্দার(২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার সাথে থাকা অপর দুই ছিনতাইকারী বোরহান ও রাফি পালিয়ে যায়। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, ছিনতাইকারী রিংকুর কাছ থেকে টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারী রিংকু ভোলা চরফ্যাসন গ্রামের আঃরব সর্দারে ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ