মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে নিরাপত্তাবাহিনীর সারাদেশব্যাপী অভিযানে নতুন করে অন্তত ৪৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। সেনা সমর্থিত বিশেষ অভিযানে এই সংখ্যক তালেবান নিহত হন বলে রোববার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, নঙ্গরহার, গাজনী ও হেলমান্দসহ অন্তত ১০টি প্রদেশে তালেবানবিরোধী অভিযান চালায় আফগান ন্যাশনাল পার্টি (এএনএ)। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় এএনএর অভিযানে ৪৯ সন্ত্রাসী নিহত হয়েছেন।’
এই অভিযানে দুই সৈনিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তালেবান অবশ্য এই অভিযানের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
তথ্যসূত্র: ইরান নিউজ, রেডিও পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।