মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের আনন্দবাজার পত্রিকা ও দ্য টেলিগ্রাফ-এর সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন অভীক সরকার। দীর্ঘদিন থেকে তিনি এই দুটি পত্রিকার সম্পাদকের পদ অলঙ্কৃত করে এলেও গত বুধবার এবিপি গ্রুপের বোর্ড মিটিংয়ে তাকে পদত্যাগ করতে হয়। যদিও তিনি জানিয়েছেন, এই ইস্তফা নতুনকে সুযোগ পাইয়ে দেওয়া। সস্পাদকের পদ থেকে ইস্তফা দিলেও গ্রুপের চেয়ারম্যান পদে যথারীতি থাকবেন বলেও জানিয়েছেন। এ দিকে, তার ইস্তফার খবর চাউর হতেই বিভিন্ন মহলে নানা কথা শোনা যাচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েতে হয় অভীক সরকারকে। ফলে চাপের মুখে পড়ে তিনি ইস্তফা দিতে বাধ্য হন বলেও বিভিন্ন মহলের খবর। এ দিকে, তার ইস্তফার সঙ্গে সঙ্গেই আনন্দবাজার পত্রিকার নতুন সম্পাদক হিসেবে অনির্বাণ চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে এবং প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভীকবাবুরই ভাই অরুপ সরকার। অন্যদিকে দ্য টেলিগ্রাফের সম্পাদক হয়েছেন রাজাগোপাল। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।