Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ অভিবাসী প্রার্থীর লাশ উদ্ধার করল ইতালির কোস্ট গার্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১:০৬ পিএম

ইতালির কোস্ট গার্ড গতকাল শনিবার ল্যাম্পাডুসা দ্বীপের সমুদ্র তলদেশ থেকে ৭ অভিবাসনপ্রার্থীর লাশ উদ্ধার করেছে।
গত ২৩ নভেম্বর দ্বীপটির কাছে অভিবাসনপ্রার্থী বোঝাই একটি নৌকাডুবীর খবর জানায় কোস্টগার্ড। সেসময়ই, স্বেচ্ছাসেবীদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয় কমপক্ষে ১৪৯ জনকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৫ ফুট নিচে পাওয়া যায় লাশগুলোর সন্ধান। এ নিয়ে মোট ১২ জন হতভাগার লাশ উদ্ধার হলো।
ডুবুরীদের দাবি, আরও কমপক্ষে ৮ জনের লাশ দেখতে পেয়েছেন তারা। কিন্তু, প্রচন্ড ¯্রােতের কারণে বিঘিœত হচ্ছে উদ্ধার তৎপরতা। উদ্ধার পাওয়াদের দাবি, লিবিয়া থেকে মানব পাচারকারীরা তাদের ইউরোপের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। কিন্তু, নৌকাডুবীর সময় তাদের বিপদে ফেলে দালালরা পালিয়ে যান। অভিবাসনপ্রার্থীরা প্রায় সবাই আফ্রিকার নাগরিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসী প্রার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ