Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনভিজ্ঞ রাজনীতিবিদ ম্যাক্রোঁ : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

সিরিয়ায় তুরস্কের হামলা এবং ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এখন এতটা অকার্যকর হয়ে পড়েছে যে এর ব্রেন ডেথ হয়ে গেছে। এর জবাবে এরদোগান বলেন, ‘ম্যাক্রোঁ অনভিজ্ঞ রাজনীতিবিদ। ব্রেন ডেথ যদি কারো হয় তাহলে ম্যাক্রোঁর হয়েছে ন্যাটোর নয়।’ বৃহস্পতিবার প্যারিসে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছিলেন, তুরস্ক সিরিয়া সামরিক অভিযান চালালেও সে যেন এটা না ভাবে যে এ অভিযানে ন্যাটো জোট তার সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, ন্যাটো জোটের সদস্য হয়েও তুরস্ক এককভাবে সিরিয়ায় যে অভিযান চালিয়েছে তা থেকে প্রমাণিত হয়ে ন্যাটোর মৃত্যু হয়ে গেছে। খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ায় তার দেশের সামরিক অভিযান সম্পর্কে ম্যাক্রোঁর প্রশ্ন প্রত্যাখ্যান করে পাল্টা প্রশ্ন করেন, ফ্রান্সের সেনারা তুরস্কে কি করছে? ম্যাক্রোঁ বৃহস্পতিবার প্যারিসে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, তুরস্ক সিরিয়া সামরিক অভিযান চালালেও সে যেন এটা না ভাবে যে, এ অভিযানে ন্যাটো জোট তার সঙ্গে রয়েছে। তিনি আরো বলেন, ন্যাটো জোটের সদস্য হয়েও তুরস্ক এককভাবে সিরিয়ায় যে অভিযান চালিয়েছে তা থেকে প্রমাণিত হয়ে ন্যাটোর মৃত্যু হয়ে গেছে। রয়টার্স,পার্সটুডে।



 

Show all comments
  • Md Pabel Hasan ১ ডিসেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    দেখতে হবে "মুসলিম কাহ কে ভয় পায় না। একমাত্র আল্লাহ ছাড়া।
    Total Reply(0) Reply
  • Salahuddin Sohag ১ ডিসেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    ধন্যবাদ প্রিয়
    Total Reply(0) Reply
  • Md. Dalil Uddin ১ ডিসেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    তারা করলে ন্যাটো জোট,তুরস্ক করলে ন্যাটো নাই।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১ ডিসেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    সত্য কথা বলেছেন বস। সামনে এগিয়ে যান আল্লাহ সাথে আছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ