Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

১৩ দিনপর সোনাইমুড়ী থেকে মাদ্রাসাছাত্রী উদ্ধার

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ৫:৪৪ পিএম

ঢাকার সাভারের আশুলিয়া থেকে অপহরণের ১৩ দিনপর এক মাদ্রাসাছাত্রীকে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম রাব্বী (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেবপুর গ্রামের শাহাদাত হোসেনের বাড়ি থেকে ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার তরিকুল ইসলাম রাব্বী (২৬) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেবপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, ১৬ নভেম্বর বিকেলে আশুলিয়ার ভাদাইল বাজার এলাকা থেকে ওই মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অপরহণ মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত ২৮ নভেম্বর রাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালায়। এক পর্যায়ে ওই মাদ্রাসাছাত্রীসহ অপহরণে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ