Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ৩:৫১ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে দেশীয় তৈরি অস্ত্র বেচাকেনার সময় মুন্না (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি দেশি তৈরি শাটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। মুন্না পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সদরুল হক পিন্টু হত্যা মামলার চার্জশিটভুক্ত ৫ নম্বর আসামি।
আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর বাঘইল স্কুলপাড়া এলাকা থেকে অস্ত্র বেচাকেনার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুন্না ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া এলাকার রঞ্জুর ছেলে।      
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ জানান, ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, পিন্টু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মুন্না। জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন থেকে ঈশ্বরদীসহ বিভিন্ন স্হানে ভাড়ায় অস্ত্র লেনদেনসহ ব্যবসা করে আসছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় শাটারগানসহ এক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ