Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানের শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো মারা গেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ২:৩১ পিএম

১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে। আজ স্থানীয় মিডিয়ার খবরে এ কথা জানানো হয়।
রয়টার্স জানায়, শুক্রবার জাপানের টিভি চ্যানেল এনএইচকে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে।
নাকাসোনে ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের বিপর্যয় কাটিয়ে উঠতে শীতল যুদ্ধকালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেন।
আন্তর্জাতিকভাবে জাপানের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পরামর্শে সংবিধানে সংশোধনী আনতে চেয়ে ব্যর্থ হন তিনি। দেশটিতে সংস্কার আনতে গিয়ে আমলাদের সঙ্গে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছিল তাকে।
তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরে তার পররাষ্ট্র নীতি তুলে ধরে ইউরোপ এবং আমেরিকাকে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শতবর্ষী প্রধানমন্ত্রী ইয়াসুহিরো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ