নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য কাজী আজহার আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির সরদার এক্সপ্রেস। গতকাল দুপুরে ইউনিভার্সিটি সংলগ্ন উদয়াচল ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিএসই বিভাগের কিউ সার্প ক্রিকেট দলকে ৮৭ রানে হারায় সরদার এক্সপ্রেস।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরদার এক্সপ্রেস নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন মেহেরাব হোসেন জোশি। কিউ সার্পের আরিফুল এবং মেহেদী হাসান ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে কিউ সার্প ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ফারুক সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন। সরদার এক্সপ্রেসের জোশি ৯ রানে ৩ উইকেট লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সরদার এক্সপ্রেসের মেহেরাব হোসেন জোশি। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কিউ সার্প দলের মেহেদী হাসান মেঘ।
খেলা শেষে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:), পরিচালক (টেকনিক্যাল) ইঞ্জিঃ কাজী তাইফ সাদাত, সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল, ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিনসহ অন্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।