Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বামীর লাশ ডিপফ্রিজে লুকিয়ে রাখার ১১ বছর পর মারা গেলেন বৃদ্ধা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করতে গিয়ে বাড়ির ফ্রিজ থেকে তার স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, দুই সপ্তাহ ধরে কোনো দেখাসাক্ষাৎ না পাওয়ায় গত মঙ্গলবার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে টুয়েলো শহরে ৭৫ বয়সী বৃদ্ধা জিন স্যুরন-ম্যাথার্সের অ্যাপার্টমেন্টে যান সমাজ কর্মীরা। পরে অ্যাপার্টমেন্টে গিয়ে বিছানার ওপর জিন স্যুরন-ম্যাথার্সের লাশ পাওয়া যায়।

তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এরপরই ঘটে চমকে যাওয়ার মতো ঘটনাটি। অক্ষত অবস্থায় বাড়ির ডিপফ্রিজে খুঁজে পাওয়া যায় ওই বৃদ্ধার স্বামী ৬৯ বছর বয়সী পল এডোয়ার্ড ম্যাথার্সের লাশ।
ঘটনার রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বনিম্ন দেড় বছর বা সর্ব্বোচ্চ ১১ বছর সময়কালের মধ্যে পল এডোয়ার্ড ম্যাথার্সের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে গোয়েন্দারা ধারণা করছেন।
এর সঙ্গে স্ত্রী জিন স্যুরন-ম্যাথার্স জড়িত কিনা তা স্পষ্ট নয়। কারণ প্রতিবেশীদের ভাষ্যমতে ওই বৃদ্ধা হৃদয়বান ছিলেন।

 



 

Show all comments
  • Sheikh Farid ২৯ নভেম্বর, ২০১৯, ৬:৫৭ এএম says : 0
    আমার মনে হয় বৃদ্ধা বৃদ্ধকে খুব ভালবাসতো,সেই জন্য ফ্রিজে লুকিয়ে রাখছিল। যখন দেখতে চাইতো তখন ফ্রিজ খুলে দেখতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ