গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে হাইকোর্ট গেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের মূল ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী এবং রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকনের স্ত্রী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেশনেত্রী বেগম জিয়ার জামিন আদেশের শুনানিকে কেন্দ্র করে আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।