Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নদী দখলকারী হওয়ায় নির্বাচনে প্রার্থিতা বাতিল

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:২৩ পিএম

তালিকাভুক্ত নদী দখলকারী হওয়ায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপিনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল খালেক অযোগ্য ঘোষনা করেছেন হাইকোর্ট।

বুধবার (২৭ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।

জানা গেছে, তালিকাভুক্ত নদী দখলকারীদের এরইমধ্যে সব ধরণের নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন উচ্চ আদালত।আবদুল খালেকও একজন তালিকাভুক্ত নদী দখলকারী। তারপরও নির্বাচন কমিশন শাপলাপুর ইউপি নির্বাচনে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে।

এতে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য হয়েছে অভিযোগ তুলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল খালেকের প্রার্থীতা বাতিল চেয়ে রিট পিটিশনটি দায়ের করেন শাপলাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল হক।

আদালত শুনানি শেষে আবদুল খালেকের প্রার্থীতা বাতিল করেছেন।আদালতের এই আদেশের মধ্য দিয়ে নদী দখলের অভিযোগে দেশে এই প্রথম কোন নির্বাচনে ভোট প্রার্থীর প্রার্থীতা বাতিলের ঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারী বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে নদী দখলে অভিযুক্ত ব্যক্তি সব ধরনের নির্বাচনে অযোগ্য ঘোষনা দেন।

উল্লেখ্য সাবেক বিএনপি নেতা আব্দুল খালেক সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হন।



 

Show all comments
  • হতদরিদ্র দীনমজুর ২৮ নভেম্বর, ২০১৯, ১:৩৪ পিএম says : 0
    ঋন খেলাপি বিল খেলাপি এর সাথে যুক্ত হল নদী দখলকারী ।ভালই হলো কারন দিন দিন নদীদখল,খালদখল,সরকারী খাসজমি পতিত জলাসয়ভুমি,এসব দখলদাররা ভুমি দখল করে সম্রাজ্যের মালিক বনে গেছে।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ