Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ রায়ে জঙ্গি তৎপরতা কমে আসবে

সাবেক দুই আইজিপি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

এ রায়ে জঙ্গি তৎপরতা কমে আসবে। আমাদের আইন-শৃংখলা রক্ষা বাহিনী যে কোন জঙ্গি তৎপরতা মোকাবেলায় সক্ষম। হলি আর্টিজান ঘটনার পর সাড়ে তিনবছর ধরে দেশে বড় কোন জঙ্গি হামলার ঘটনা নেই। জঙ্গিদের বিরুদ্ধে ক্রমাগত যে সমস্ত অপারেশন হয়েছে এবং তাতে যে সাফল্য এসেছে সেগুলেই তো র্নিদেশ করে আইন-শৃংখলা রক্ষা বাহিনী আগের চেয়ে বেশি সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশের সাবেক দু’জন প্রধান (আইজিপি) এ ধরনের মন্তব্য করেন।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা দৈনিক ইনকিলাবকে বলেন, হলি আর্টিজান হামলায় সাত আসামির ফাঁসির আদেশ একটি প্রতিরোধমূলক চিহ্ন হিসেবে থাকবে। এদেশে সন্ত্রাসবাদের কোন স্থান নেই এবং সন্ত্রাসীদের আইনের আওতায় বিচার করা হবে- সেই পরিপ্রেক্ষিতে এটা একটা সদর্থক পদক্ষেপ। পৃথিবীতে আমাদের যে পরিচিতি সন্ত্রাস বিরোধী হিসেবে এবং গণতান্ত্রিক সমাজ হিসেবে, আমাদের যে উদার সমাজ এ রায় তার পরিচয় বহন করবে। এ রায়ে জঙ্গি তৎপরতা কমে আসবে। তবে জঙ্গি হামলার আশংকা সব সময় থাকবে। যারা কতৃপক্ষ তারাও যথেষ্ট সজাগ আছেন। আজকে ঢাকা শহরের অবস্থা দেখে তো তাই মনে হয়। এ সমস্ত ক্ষেত্রে তথ্য দরকার । গোয়েন্দা তথ্য থাকলে জঙ্গি তৎপরতা প্রতিরোধ করা যাবে।

তিনি আরও বলেন, আমাদের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, কিন্তু জঙ্গি মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আরো জোরদার হওয়া উচিত। গোয়েন্দাদের সমসময় শক্তিশালী থাকতে হবে। তাহলে হইচই না করে চুপচাপভাবে কাজ করা যাবে। আমাদের আইন-শৃংখলারক্ষা বাহিনী যে কোন জঙ্গি তৎপরতা মোকাবেলায় সক্ষম। হলি আর্টিজান ঘটনার পর সাড়ে তিনবছর ধরে দেশে বড় কোন জঙ্গি হামলার ঘটনা নাই। জঙ্গিদের বিরুদ্ধে ক্রমাগত যে সমস্ত অপারেশন হয়েছে এবং তাতে যে সমস্ত সাফল্য এসেছে সেগুলোই তো র্নিদেশ করে আমাদের আইন-শৃংখলা রক্ষা বাহিনী দিয়ে যে কোন জঙ্গি তৎপরতা মোকাবেলা করা যাবে।

সাবেক আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ দৈনিক ইনকিলাবকে বলেন, হলি আর্টিজানে হামলা ও নিষ্ঠুরভাবে হত্যাকান্ডের ঘটনা তদন্ত করে আইন-শৃংখলা বাহিনী দ্রুত চার্জশীট দাখিল করতে সক্ষম হয়েছে। একই সাথে দ্রুত এর বিচার কার্যও শেষ হয়েছে। এটা পুলিশ বাহিনীর জন্য একটা সাফল্য।

তিনি বলেন, সন্ত্রাসবাদ একটি বৈষ্যয়িক বিষয়। সারা দুনিয়া জুড়েই এদের নেটওয়ার্ক রয়েছে। পুলিশ আগের চেয়ে বেশি সক্ষমতা অর্জন করায় দ্রুত সময়ে এ ধরনের চার্জশীট দিতে পেরেছে। এটি সবার জন্য একটি বার্তা, অপরাধ করলে ছাড় পাওয়া যাবে না। পুলিশের এ ধরনের ভূমিকার কারনে আদালত যে রায় দিয়েছেন তাতে দেশে জঙ্গি তৎপরতা কমে আসবে বলে সাবেক ওই পুলিশ প্রধান মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ