Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রেকর্ড ছাড়িয়েছে কার্বন ডাই অক্সাইড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

আরও একবার রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুম-লে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব গ্যাসের উপস্থিতি ২০১৮ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। বিভিন্ন উৎস থেকে বায়ুম-লে নিঃসরণ হওয়া গ্রিনহাউস গ্যাসের বড় একটি অংশ গ্রহণ করে নেয় সমুদ্র, বন আর স্থলভূমি। বাকি অংশ থেকে যায় পৃথিবীর বায়ুম-লে। আর এজন্য প্রতিনিয়ত উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। আর্কটিক অঞ্চল এবং সারা বিশ্বের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সোমবার নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএমও। এতে বলা হয়েছে, ২০১৮ সালে বায়ুম-লে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ৪০৭ দশমিক ৮ পিপিএম। এর অর্থ হলো বাতাসের প্রতি দশ লাখ অণুর মধ্যে প্রায় ৪০৮টি অণুই কার্বন ডাই অক্সাইডের। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ৪০৫ দশমিক ৫ পিপিএম। এই বৃদ্ধির পরিমাণ গত এক দশকে গড় বৃদ্ধির চেয়েও বেশি। ডব্লিউএমও বলছে, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো উষ্ণতাবৃদ্ধিতে দায়ী গ্যাসের পরিমাণও বেড়েছে। সংস্থাটি জানিয়েছে বাতাসে নিঃসৃত মিথেন গ্যাসের ৪০ শতাংশ এসেছে জলাভূমির মতো প্রাকৃতিক উৎস থেকে। বাকি ৬০ শতাংশই মানুষের বিভিন্ন কর্মকা-ের কারণে। এর মধ্যে রয়েছে পশু খামার, ধান উৎপাদন ও বর্জ্যঅপসারণ। ডব্লিউএমও জানিয়েছে, বায়ুমন্ডলে বর্তমানে মিথেনের উপস্থিতি প্রাক-শিল্প যুগের চেয়ে ২৫৯ শতাংশ বেশি। আর গত বছর তা বেড়েছে আগের বছরের চেয়ে বেশি পরিমাণে। নাইট্রাস অক্সাইডও নিঃসরণ হয় প্রাকৃতিক ও মানুষের উৎস থেকে। সমুদ্র ছাড়াও সার ব্যবহৃত খামার থেকেই নিঃসরণ হয় এই গ্যাস। ডব্লিউএমও বলছে, ১৭৫০ সালের প্রাক-শিল্পযুগ থেকে বর্তমানে বায়ুম-লে এই গ্যাসের উপস্থিতি ১২৩ শতাংশ বেশি। গত বছরও এই গ্যাসের উপস্থিতি বেড়েছে আগের বছরের চেয়ে বেশি পরিমাণে। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ