Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নেত্রকোনা সীমান্তে ১৪৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৮:১০ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা মঙ্গলবার বিকালে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কালা চাঁন মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৪৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার অধিনায়ক সাব্বির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপি’র নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি একটি টহল দল মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে ভারতীয় সীমান্ত ১১৭৩ নং মেইন পিলার হতে ১২ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কালা চাঁন মোড় নামক এলাকায় এক মোটর সাইকেল চালককে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশী চালিয়ে ১৪৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাকে আটক করা হয়। আটককৃত যুবক হচ্ছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও তিনটি মোবাইল সীম কার্ড জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তীতে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ