Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর মেডিকেল কলেজের ১১ কোটি টাকার গাছ প্রকল্পের খবরে অধ্যক্ষের ভিন্নমত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১১:০৮ এএম

ফরিদপুর মেডিকেল কলেজের ১১ কোটি টাকার গাছ কেলেংকারীর ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিন্নমত পোষন করেছেন কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম। বৃক্ষরোপন প্রকল্প থেকেই ১১ কোটি টাকা আত্মসাতের বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলামকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। সোমবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের তিনি জানান, তাকে জড়িয়ে পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সংবাদটি তিনি ভিত্তিহীন ও অবাস্তব দাবী করে বলেন,পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমি গাছ প্রকল্পের ১১ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত। আসল কথা হচ্ছে, আমি যে সময় কলেজের দায়িত্ব নিয়েছি তার ৬ বছর আগে উক্ত প্রকল্পের কাজ হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প নামে যে কাজ হয়েছে তা বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে গণপূর্ত বিভাগই বলতে পারবে। সেই সময় প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্বে ছিলেন তৎকালীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে জড়িয়ে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে আমি মনে করি। এছাড়া আফজালের বিষয় নিয়ে আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে তার কোন কিছুই ঠিক নয়। আমি এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ডা. এস এম খবিরুল ইসলাম বলেন, সাংবাদিকেরা হচ্ছে জাতির বিবেক। তাদের কাছ থেকে জাতি সঠিক তথ্য আশা করে। মিথ্যা তথ্য দিয়ে কাউকে হেয় করা সাংবাদিকদের কাজ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ