নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এবার অভিযোগ উঠেছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দখলের পাঁয়তারার। অভিযোগে জানা যায়, এনএসসি টাওয়ারসংলগ্ন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পার্শ্বে এরশাদ রোড নামে খ্যাত (আগে যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবন ছিল) খালি জায়গাটি দখলের পাঁয়তারা করছে ইসলামিক ফাউন্ডেশনের কতিপয় কর্মচারীবৃন্দ। তারা এই জায়গাটি নিজেদের আয়ত্তে নিয়ে ভাসমান দোকান বসানোর চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনএসসি’র একজন নিরাপত্তা কর্মী জানান, গতকাল দুপুর একটার দিকে ইসলামী ফাউন্ডেশনের কতিপয় কর্মচারী সেখানে উপস্থিত হয়ে চায়ের দোকানিদের এই বলে হুমকি দেয় যে, যদি তারা (প্রতি দোকানি) পাঁচ হাজার টাকা করে চাঁদা না দেয় তাহলে আগামীকালের (শুক্রবার) মধ্যে দোকানিদের সেখান থেকে উচ্ছেদ করা হবে। বসানো হবে নতুন দোকান।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও ফাউন্ডেশনের কাউকেই পাওয়া যায়নি। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া এ প্রসঙ্গে বলেন, ‘জায়গাটি এনএসসি’র সম্পদ। খালি জায়গা থাকায় এটাকে দীর্ঘদিন ধরে ভাসমানরা ভ্যানগাড়ি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছে। তাছাড়া এখানে ময়লা-আবর্জনা ফেলা হয়। আমরা পথচারী ও নামাজিদের নির্বিঘেœ চলাচলের জন্য বেশ ক’বার এই আবর্জনা পরিষ্কার করেছি। সম্প্রতি উদ্যোগ নিয়েছি, এখানে ফুল ও ফলের গাছ লাগানোর। ইসলামিক ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান। তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের জায়গা কীভাবে দখলের পাঁয়তারা করছে তা আমার বোধগম্য নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।