Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিইসি নিয়ে অনড় পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৪:৫০ পিএম

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প থেকে বেইজিংই শুধু উপকৃত হচ্ছে, এমন দাবি আমেরিকার পক্ষ থেকে করা হলেও তা ঠিক নয় বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি তারা বলেছে, এই প্রকল্প নিয়ে চীনের সঙ্গে তাদের সম্পর্কে কখনওই কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত মার্কিন সহ-সচিব অ্যালিস ওয়েলস এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নিয়ে চীনের তীব্র সমালোচনা করেন। তার পরেই পাকিস্তানে নবনিযুক্ত পরিকল্পনা সংক্রান্ত মন্ত্রী আসাদ উমর বলেছেন, সিপিইসি তাদের দেশের উপরে কোনও বোঝা হয়ে ওঠেনি। বরং আগামী দিনে শিল্পোন্নয়নে এই প্রকল্প তাদের বড় ভরসা হবে।

অ্যালিসের দাবি ছিল, সিপিইসি এমন একটা প্রকল্প, যা থেকে চীনা সংস্থাগুলিই কেবল আর্থিক লাভের মুখ দেখছে। তার মতে, কয়েকশো কোটি ডলারের এই প্রকল্প পাকিস্তানের মতো দেশে আদতে আর্থিক চাপ তৈরি করবে। প্রকল্পের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অ্যালিস বুঝিয়েছেন, সিপিইসি-তে দুর্নীতির জেরে প্রকল্পে ব্যয়ও বেড়ে যেতে পারে। পাকিস্তানের উপরে যা বড়সড় ঋণের বোঝা তৈরি করতে পারে। সে দাবিই উড়িয়ে দিয়েছেন পাক মন্ত্রী।

পাক সংবাদমাধ্যমে আসাদ উমরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সিপিইসি’-তে দু’দেশেরই উপকার হচ্ছে। চীনা সংস্থাগুলি বাণিজ্যের সুযোগ পাচ্ছে, কারণ তাদের যন্ত্র রফতানি করে পাকিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তানে পরিকাঠামোর অভাব ছিল, বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে। সে সব ক্ষেত্রে সুবিধা পেয়েছি আমরা। তবে উনি (অ্যালিস ওয়েলস) একটা বিষয় ঠিকই বলেছেন। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে।

 



 

Show all comments
  • Alam khan ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ পিএম says : 0
    America should go Pakistan for balance of investment.other wise that will be harmful for all.chinise occupied everything.rassia and America should realize.india is a stupid country.they are not able to understand.German should come Bangladesh and invest for balance from China investment.plz try to feel, open your eyes.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ