Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সবসময় চীনের পাশে থাকবে -আসাদ উমর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৫:০২ পিএম

এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। যে কারণে বেইজিংয়ের সঙ্গে এতদিনের সেই সম্পর্ককে আগামীতেও অটুট রাখতে চায় ইসলামাবাদ। শনিবার (২৩ নভেম্বর) নতুন পাক পরিকল্পনামন্ত্রী আসাদ উমর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো খারাপ হবে না। কেননা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের।’

এই ঘোষণার মাধ্যমে আসাদ উমর স্পষ্ট করে দিয়েছেন যে, পাকিস্তান সিপিসি কিংবা চীনের মতো পরীক্ষিত বন্ধুর কাছ থেকে সরে আসবে না। তারা বড় শক্তিদের মধ্যে কোন দ্বন্দ্বেও যোগ দেবে না। তিনি বলেন, ‘সদ্য চালু হওয়া পাকিস্তান-চায়না ইকনোমিক করিডোর (সিপিইসি) থেকে কেবল যে বেইজিংই লাভবান হবে কখনো এমনটা বিশ্বাস করে না ইসলামাবাদ। সেক্ষেত্রে আমাদেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

আসাদ উমর পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে বলেন, পাকিস্তান প্রায় অর্ধ শতাব্দীর ধরে কেবল অন্যের স্বার্থের জন্য জন্য ‘ক্ষয়ক্ষতি’তে ভুগেছে, কিন্তু এ জাতীয় নীতি থেকে পাকিস্তান সড়ে এসেছে। প্রধানমন্ত্রী ইমরান খানের একটি বড় সাফল্য হল, ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সম্মান তিনি অর্জন করেছেন, যা দেশের উন্নয়নে নতুন পথ খুলে দিয়েছে।

সম্প্রতি দক্ষিণ এশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক অ্যালিস ওয়েলস চলমান চীন-পাকিস্তান সম্পর্ক নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে তিনি বলেন, ‘সিপিইসি পাকিস্তানের ওপর ক্রমশ ঋণের বোঝা বাড়াবে। যা কখনোই সহায়তা হতে পারে না, বরং একে বিনিয়োগ বলা চলে।’ মূলত সেই তার এই বক্তব্যের প্রতিবাদেই পাক পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেছেন। সূত্র: দ্য ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ